28/04/2024

Tui Borsha Bikeler Dheu Lyrics - Rocky | তুই বর্ষা বিকেলের ঢেউ | Rocky - Mimoh and Puja Bose Bengali super hit song | Rocky - Jeet Gannguli - Prasen Bengali movie Song

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

Tui Borsa Bikeler Dheu Lyrics:

তুই বর্ষা বিকেলের ঢেউ:

 

তুই বর্ষা বিকেলের ঢেউ,

তুমি আমার কাছের কেউ

তুই চাদরে ওড়ানো রাত,

তোকে দেখতে পেয়েছি হঠাৎ (x2)

দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই

রয়েছি আমাতে আমি কই,

দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই

রয়েছি আমাতে আমি কই।

 

তুই ফর্সা সকালের রেশ,

তুই আমার ঘুমের দেশ

তুই চাদরে মোড়ানো রাত,

তোকে চিনতে পেরেছি হঠাৎ

দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই

রয়েছি আমাতে আমি কই,

দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই

রয়েছি আমাতে আমি কই।

 

এসে গেছে দিন, কতনা রঙিন

নামে তোর শহর দেবো লিখে সব আমার

তুই এলি তাই, মন হল ঠিক

কাছে তোর ঘুম ঘোর, নেব চেয়ে যা চওয়ার

 

চেনা তোর ইশারায়, ফেলেছে কি জ্বালায়,

এসেছে কি ঝড় অবেলায়

হা.. দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই,

রয়েছি আমাতে আমি কই।

 

তুই বর্ষা বিকেলের ঢেউ,

তুমি আমার কাছের কেউ

তুই চাদরে ওড়ানো রাত,

তোকে দেখতে পেয়েছি হঠাৎ

 

এনে দেবো চাঁদ, ভাবনা অবাধ

এলে তুই, আমি ছুঁই, এক লাফে তারাদের

এনে দেব ক্ষণ, ছাপিয়ে আপন,

জন্যে তোর, হবে ভোর, মায়া মিঠে রাতের

চেনা তোর ইশারায়, ফেলেছে কি জ্বালায়,

এসেছে কি ঝড় অবেলায়

দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই,

রয়েছি আমাতে আমি কই।

 

তুই ফর্সা সকালের রেশ,

তুই আমার ঘুমের দেশ

তুই চাদরে মোড়ানো রাত,

তোকে চিনতে পেরেছি হঠাৎ

দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই

রয়েছি আমাতে আমি কই..

.......................................................................

Song Credits:

Song: Tui Borsha Bikeler Dheu

Film: Rocky

Director: Sujit Mondal

Starring: Mimoh and Puja Bose

Music: Jeet Gannguli

Singers: Shaan and Palak Muchhal

Lyrics: Prasen

Screenplay: N.K Salil

Presenter: Shrikant Mohta and Nispal Singh

Produced by: Shree Venkatesh Films Pvt. Ltd. and Surinder Films Pvt. Ltd. ( Surinder Films)

No comments:

Post a Comment