11/05/2024

গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে | Ganer jharnatalai tumi sanjher belai ele - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩০

গানের          ঝরনাতলায় তুমি     সাঁঝের বেলায় এলে

  দাও আমারে সোনার-বরণ সুরের ধারা ঢেলে

যে সুর  গোপন গুহা হতে       ছুটে আসে আকুল স্রোতে,

  কান্নাসাগর-পানে যে যার বুকের পাথর ঠেলে

  যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে,

  রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে

যে সুর চাঁপার পেয়ালা ʼরে     দেয় আপনায় উজাড় ʼরে,

  যায় চলে যায় চৈত্র দিনের মধুর খেলা খেলে

..........................................................................................
Song Credits :     Srabani Roy

আমার যে গান তোমার পরশ পাবে | Aamar je gan tomar paras pabe - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২৯

আমার                    যে গান তোমার পরশ পাবে

থাকে কোথায় গহন মনের ভাবে?

সুরে সুরে খুঁজি তারে             অন্ধকারে,

আমার    যে আঁখি জল তোমার পায়ে নাবে

থাকে কোথায় গহন মনের ভাবে?

যখন       সুষ্ক প্রহর বৃথা কাটাই

চাহি        গানের লিপি তোমায় পাঠাই

কোথায় দুঃখসুখের তলায়                   সুর যে পলায়,

আমার    যে শেষ বাণী তোমার দ্বারে যাবে

     থাকে কোথায় গহন মনের ভাবে?

....................................................................................................
Song Credits:    Rina Mukhopadhyay

যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির-বাটে | Jotokshan tumi aamai bosiye rakho bahir-bate - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২৮

যতক্ষণ                   তুমি আমায় বসিয়ে রাখো বাহির-বাটে

ততক্ষণ                  গানের পরে গান গেয়ে মোর প্রহার কাটে

যবে                         শুভক্ষণে ডাক পরে সেই ভিতর-সভার মাঝে

গান                     লাগবে বুঝি কাজে

তোমার                  সুরের রঙের রঙিন নাটে

তোমার                  ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবনদিনের কেয়া,

তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দেʼয়া

আমি                       উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি

বীণায়                     বেঁধেছি গানগুলি

তোমার                  সাঁঝ-সকালের সুরের ঠাটে

.....................................................................................

Song Credits:    Shubhra Chowdhury

খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী | Khelar chhale sajia aamar ganer bani - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২৭

খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী

দিনে দিনে ভাষায় দিনের তরীখানি

স্রোতের লীলায় ভেসে ভেসে                                সুদূরে কোন্ অচিন দেশে

কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি।।

নাহয় ডুবে গেলই,                                 না হয় গেলোই বা

নাহয় তুলে লাও গো,  নাহয় ফেলোই বা

হে অজানা, মরি মরি,                           উদ্দেশ্যে এই খেলা করি,

এই খেলাতেই আপন-মনে ধন্য মানি

..........................................................................
Song Credits:     Mahua Dutta

গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি | Ganer bhitor diye jakhan dekhi bhubankhani - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২৬

গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি

তখন তারে চিনি আমি,       তখন তারে জানি

তখন তারি আলোর ভাষায়                                আকাশ ভরে ভালোবাসায়

তখন তারি ধূলায় ধূলায় জাগে পরম বাণী

তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,

তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে

রূপের রেখা রসের ধারায়                   আপন সীমা কোথায় হারায়,

তখন দেখি আমার সাথে সবার কানাকানি

..........................................................................................................
Song Credits:    Susmita Patra

সুর ভুলে যেই ঘুরে বেড়ায় কেবল কাজে | Sur bhule jei ghure berhai kable kaje - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২৫

সুর ভুলে যেই ঘুরে বেড়ায় কেবল কাজে

বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে

উধাও আকাশ উদার ধরা                   সুনীল-শ্যামল-সুধায়-ভরা

মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে-

বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে

বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়

চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়

তোমায় বসাই -হেন ঠাঁই                   ভুবনে মোর আর-কোথা নাই,

মিলন হবার আসন হারাই আপন-মাঝে-

বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে

.......................................................................................
Song Credits:    Sagar Sen
Label:                HMV

গানের সুরের আসনখানি পাতি পথের ধারে | Ganer surer aasankhani pati pather dhare - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২৪

গানের সুরের আসনখানি পাতি পথের ধারে

ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে।।

যে তোমার ভোরের পাখি               নিত্য করে ডাকাডাকি,

অরুন-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,

মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে।।

আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,

জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে

আজকে এলে নতুন বেশে                      তালের বনে মাঠের শেষে,

অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে

দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে।।

..............................................................................................
Song Credits:    Parijat Lohani
                          Bengal Jukebox

আমি হেথায় থাকি শুধু গাইতে | Aami hethai thaki sudhu gaite - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২৩

আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান,

দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান।।

আমি তোমার ভুবন-মাঝে                  লাগি নি, নাথ, কোনো কাজে-

শুধু কেবল সুরে                     বাজে অকাজের এই প্রাণ।।

নিশায় নীরব দেবালয়ে   তোমার আরাধন,

তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন

ভোরে যখন আকাশ জুড়ে                    বাজবে বীণা সোনার সুরে

আমি যেন না রই দূরে,         এই দিয়ো মোর মান।।

.................................................................................................
Song Credits:    Bratati Bandyopadhyay

হেথা যে গান গাইতে আসা | Hetha je gan gaite aasa - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২২

হেথা      যে গান গাইতে আসা,   আমার হয়নি সে গান গাওয়া-

আজও কেবলই সুর সাধা, আমার     কেবল গাইতে চাওয়া।।

আমার লাগে নাই সে সুর, আমার     বাঁধে নাই সে কথা,

শুধু    প্রাণেরই মাঝখানে আছে    গানের ব্যাকুলতা

আজও    ফোটে নাই সে ফুল, শুধু    বহেছে এক হাওয়া।।

আমি    দেখি নাই তার মুখ, আমি    শুনি নাই তার বাণী,

কেবল   শুনি ক্ষণে ক্ষণে তাহার    পায়ের ধ্বনিখানি-

আমার দ্বারের সমুখ দিয়ে সে জন    করে আসা-যাওয়া।।

শুধু  আসন পাতা হল আমার    সারাটি দিন 'রে-

ঘরে      হয়নি প্রদীপ জ্বালা,     তারে     ডাকব কেমন করে

আছি পরাব আশা নিয়ে, তারে   হয় নি আমার পাওয়া

.....................................................................................
Song Credits:    Ptamita Mallick

জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত | Gaj gaj re gaj sangeet - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২১

জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত-  চিত্ত অম্বর কর তরঙ্গিত

নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে।।

মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার,

সূর্যশশীনক্ষত্রলোকে করুক হর্ষ প্রচার

তানে তানে প্রাণে প্রাণে গাঁথ' নন্দনহার

পূর্ণ কর' রে গগন-অঙ্গন তাঁর বন্দনগানে।।

.................................................................
Song Credits:    Subinay Roy

রাজপুরীতে বাজায় বাঁশি বেলা শেষের তান | Rajpurite bajai banshi bela sesher tan - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

২০

রাজপুরীতে বাজায় বাঁশি বেলা শেষের তান

পথে চলি, সুধাই পথিক 'কি নিলি তোর দান'

দেখাবো যে সবার কাছে এমন আমার কি-বা আছে,

সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান।।

ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন-

অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন

বঁধুর কাছে আসার বেলায়   গানটি শুধু নিলেম গলায়,

তারি গলার মাল্য্ 'রে করব মূল্যবান।।

...............................................................................
Song Credits:    Alpana Mukharjee

দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ও পারে | Danriye aachho tumi amar ganer o pare - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা 

১৯

দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে-

আমার সুরগুলি পায় চরণ,     আমি পাই নে তোমারে।।

  বাতাস বহে মরি মরি,       আর বেঁধে রেখো না তরী-

এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে।।

তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,

বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে

কবে নিয়ে আমার বাঁশি    বাজাবে গো আপনি আসি

আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে।।

.................................................................................
Song Credits:    Jayati Chakraborty

কেন তোমরা আমায় ডাকো | Keno tomra amay dako - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

১৮

কেন  তোমরা আমায় ডাকো,             আমার মন না মানে

পাই নে সময় গানে গানে।।

পথ আমারে শুধায় লোকে     পথ কি আমার পরে চোখে,

চলি যে কোন্ দিকের            পানে গানে গানে।।

দাও না ছুটি, ধর ত্রুটি,         নিই নে কানে

মন ভেসে যায় গানে গানে

আজ যে কুসুম-ফোটার বেলা,             আকাশে আজ রঙের মেলা,

সকল দিকেই আমায় টানে                    গানে গানে।।

...................................................................................
Song Credits:    Subir Sen

তোমার কাছে এ বর মগি, মরণ হতে যেন জাগি | Tomar kachhe e bor magi, moron hote jeno jagi - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা
১৭

তোমার কাছে এ বর মগি,      মরণ হতে যেন জাগি

গানের সুরে।।

যেমনি নয়ন মেলি যেন    মাতার স্তন্যসুধা- হেনো

নবীন জীবন দেয় গো পূরে গানের সুরে।।

সেথায় তরু তৃণ যত

মাটির বাঁসি হতে ওঠে গানের মতো

আলোক সেথা দেয় গো আনি

আকাশের আনন্দবাণী,

হৃদয় মাঝে বেড়াই ঘুরে           গানের সুরে।।

.................................................................................
Song Credits:    Jayati Chakraborty