31/10/2020

Aji Kamalamukuladal Khulilo - আজি কমলমুকুলদল খুলিল | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song 

 


Rabindranath Tagore

Aji Kamalamukuladal Khulilo - আজি কমলমুকুলদল খুলিল

আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল-
মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল ।।
গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে,
গুন্‌গুন্‌ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে-
নিখিলভুবনমন তুলিল-
মন ভুলিল রে মন ভুলিল ।।

Ah Bechechhi Ekhon 1 - আঃ বেঁচেছি এখন ১ | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song 

 


Rabindranath Tagore

 Ah Bechechhi Ekhon 1 - আঃ বেঁচেছি এখন

আঃ বেঁচেছি এখন।
শর্মা ও দিকে আর নন।
গোলেমালে ফাঁকতালে সট্‌কেছি কেমন।
বাবা! দেখে বরা’র দাঁতের পাটি,
লেগেছিল দাঁতকপাটি,
পড়ল খ’সে হাতের লাঠি
কে জানে কখন।
চুলগুলা সব ঘাড়ে খাড়া,
চক্ষু দুটো মশাল-পারা,
গোঁ ভরে হেঁট-মুখে তাড়া
কল্লে সে যখন,
রাস্তা দেখতে পাই নে চোখে,
পেটের মধ্যে হাত পা ঢোকে,
চুপ্‌সে গেল ফাঁপা ভুঁড়ি
শন্কাতে তখন।

Andhar Ambare Prochondo - আঁধার অম্বরে প্রচন্ড | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song 

 


Rabindranath Tagore

Andhar Ambare Prochondo - আঁধার অম্বরে প্রচন্ড

আঁধার অম্বরে প্রচন্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে।
অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।
নদীর কল্লোল, বনের মর্মর, বাদল-উচ্ছল নির্ঝর-ঝর্ঝর,
ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে- শ্রানণসন্ন্যাসী রচিল রাগিণী।।
কদম্বকুন্জের সুগন্ধমদিরা অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা।
তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া, ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া-
নাচিছে যেন কোন্‌ প্রমত্ত দানব মেঘের দুর্গের দুয়ার হানিয়া।।

Aguner Poroshmoni - আগুনের পরশমণি | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song  


Rabindranath Tagore

Aguner Poroshmoni - আগুনের পরশমণি

আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে ।
এ জীবন পুণ্য করো দহন-দানে ।।
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার এই দেবালয়ে প্রদীপ করো-
নিশিদিন আলোকশিখা জ্বলুক গানে ।।
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব ।।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথা দেখবে আলো-
ব্যথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব-পানে ।।

Akashe Aj Kon Choroner - আকাশে আজ কোন্‌ চরণের | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song 

 


Rabindranath Tagore

Akashe Aj Kon Choroner - আকাশে আজ কোন্‌ চরণের

আকাশে আজ কোন্‌ চরণের আসা-যাওয়া ।
বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া ।।
অনেক দিনের বিদায়বেলায় ব্যাকুল বাণী
আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি-
বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া ।।
কোন্‌ ফাগুনে যে ফুল ফোটা হল সারা
মউমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা ।
বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্‌ দুপুরে
যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে
ব্যথায় ভ’রে ফিরে আসে সে গান গাওয়া ।।