26/05/2024

বল তো এইবারের মতো | Balo to eibarer moto - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৪৪

 

বল তো এইবারের মতো

প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত॥

কিছু-বা ফল গেছে ঝরে,            কিছু-বা ফল আছে ধরে,

বছর হয়ে এল গত-

রোদের দিনে ছায়ায় বসে           বাজায় বাঁশি রাখাল যত॥

হুকুম তুমি কর যদি

চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই-              ওই-যে মেতে ওঠে নদী।

পার কʼরে নিই ভরা তরী,          মাঠের যা কাজ সারা করি,

ঘরের কাজে হই গো রত-

এবার আমার মাথার বোঝা        পায়ে তোমার করি নত॥

.................................................................................................................

Song Credits:    Anita Pal

No comments:

Post a Comment