পূজা
৪৪
বল
তো এইবারের মতো
প্রভু,
তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত॥
কিছু-বা
ফল গেছে ঝরে, কিছু-বা ফল আছে ধরে,
বছর হয়ে এল গত-
রোদের
দিনে ছায়ায় বসে বাজায় বাঁশি রাখাল
যত॥
হুকুম তুমি কর যদি
চৈত্র-হাওয়ায়
পাল তুলে দিই- ওই-যে মেতে ওঠে নদী।
পার কʼরে
নিই ভরা তরী, মাঠের যা কাজ সারা করি,
ঘরের কাজে হই গো রত-
এবার আমার
মাথার বোঝা পায়ে তোমার করি নত॥
.................................................................................................................
Song Credits: Anita Pal
No comments:
Post a Comment