পূজা
৪৬
ধীরে
বন্ধু, ধীরে ধীরে
চলো তোমার বিজন মন্দিরে॥
জানি নে
পথ, নাই যে আলো, ভিতর বাহির কালোয় কালো,
তোমার চরণশব্দ বরণ করেছি
আজ এই অরণ্যগভীরে॥
ধীরে বন্ধু, ধীরে ধীরে
চলো অন্ধকারের তীরে তীরে।
চলব আমি নিশিথরাতে তোমার হওয়ার ইশারাতে,
তোমার বসনগন্ধ বরণ করেছি
আজ এই বসন্তসমীরে॥
Song Credits: Satyam Debnath
No comments:
Post a Comment