পূজা
৪৭
এবার আমায় ডাকলে দূরে
সাগর-পারের গোপন পুরে॥
বোঝা আমার
নামিয়েছি যে, সঙ্গে আমায় নাও গো নিজে,
স্তব্ধ
রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণাতুরে॥
আমার সন্ধ্যাফুলের মধু
এবার যে ভোগ করবে
বঁধু।
তারার আলোর প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি,
আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে॥
Song Credits: Shraboni Sen
No comments:
Post a Comment