13/12/2020

Ankhijal Muchhaile Jononi - আঁখিজল মুছাইলে জননী | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song


Rabindranath Tagore


Ankhijal Muchhaile Jononi - আঁখিজল মুছাইলে জননী



রামকেলি । ত্রিতাল

আঁখিজল মুছাইলে জননী-
অসীম স্নেহ তব, ধন্য তুমি গো,
ধন্য ধন্য তব করুণা ।।
অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে,
মলিন যে তারে বসাইলে পাশে-
তোমার দুয়ার হতে কেহ না ফিরে
যে আসে অমৃতপিয়াসে ।।
দেখেছি আজি তব প্রেমমুখহাসি,
পেয়েছি চরণচ্ছায়া ।
চাহি না আর-কিছু- পুরেছে কামনা,
ঘুচেছে হৃদয়বেদনা ।।
-----------------------------------------------------------------------------------------

Ankhijal Muchhaile Jononi


Ramkeli. Trital

Ankhijol muchhaile jononi-
Asim sneho tobo, dhonyo tumi go,
Dhonyo dhonyo tobo koruna.
Anath je tare tumi mukh tule chahile,
Molin je tare bosaile pase-
tomar duyar hote keho na fire 
Je ase amritopiyase.
Dekhechhi aji tobo premomukhhasi,
Peyechhi choronchhaya.
Chahina ar- kichhu- purechhe kamona,
Ghuchechhe hridaybedona.
.............................

04/11/2020

Aj Dhaner Khete - আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়া | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song

Rabindranath Tagore


Aj Dhaner Khete - আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়া

 

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই –
লুকোচুরি খেলা ।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই –
লুকোচুরি খেলা ।।
আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয়-মেতে,
আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা ।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই –
লুকোচুরি খেলা ।।
ও রে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে ।
ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট ক’রে-
যাব না আর ঘরে ।
যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি,
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা ।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই –
লুকোচুরি খেলা ।।
------------------------------------------------------------------------------------------

Aj Dhaner Khete


Aj dhaner khete roudrochhayay lukochuri khela re bhai-
Lukochuri khela.
Nil akashe ke bhasale sada megher Bhela re bhai-
Lukochuri khela.
Aj bhromor bhole modhu ure berai aloy-mete,
Aj kiser tore nodir chore chokha-chokhir mela.
Nil akashe ke bhasale sada megher Bhela re bhai-
Lukochuri khela.
Ore jabo na aj ghore re bhai, jabo na ghore.
Ore, akash bhenge bahirke aj nebore lut kore-
Jabo na aj ghore.
Jeno joyar-jole fenar rashi batase aj chhutchhe hasi,
Aj bina kaje bajiye banshi katbe sokol bela.
Nil akashe ke bhasale sada megher Bhela re bhai-
Lukochuri khela.
...................................

Aj Bujhi Ailo Priyotomo - আজ বুঝি আইল প্রিয়তম | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song

Rabindranath Tagore


Aj Bujhi Ailo Priyotomo - আজ বুঝি আইল প্রিয়তম

 

আজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল ।।
কত দিন পরে মন মাতিল গানে,
পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,
ভাই ব’লে ডাকি সবারে- ভুবন সুমধুর প্রেমে ছাইল ।।  
-------------------------------------------------------------------------------------

Aj Bujhi Ailo Priyotomo


Aj bujhi ailo priyotomo, chorone sokole akul dhailo.
Koto din pore mon matilo gane,
Purno anondo jagilo prane,
Bhai bole daki sobare-bhubon sumodhur preme chhailo.
......................................

Aj Boroshar Rup Heri - আজ বরষার রূপ হেরি মানবের | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song

Rabindranath Tagore


Aj Boroshar Rup Heri - আজ বরষার রূপ হেরি মানবের

 

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে-
চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে।।
হূদয়ে তাহার নাচিয়ে উঠিছে ভীমা,
ধাইতে ধাইতে লোপ ক’রে চলে সীমা,
কোন্‌ তাড়নায় মেঘের সহিত মেঘে
বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে।।
পূন্জে পূন্জে দূরে সুদূরের পানে
দলে দলে চলে, কেন চলে নাহি জানে।
জানে না কিছুই কোন্‌ মহাদ্রিতলে
গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে,
নাহি জানে তার ঘনঘোর সমারোহে
কোন্‌ সে ভীষণ জীবণ মরণ রাজে।।
---------------------------------------------------------------------

Aj Boroshar Rup Heri


Aj boroshar rup heri manober majhe-
Cholechhe goroji, cholechhe nibir sajhe.
Hridoye tahar nachiye uthichhe bhima,
Dhaite dhaite lope kore chole sima,
Kon taronai megher sohit meghe
Bikhe bokhe miliya bojro baje.
Punje punje dure sudurer pane
Dole dole chole, keno chole nahi jane.
Janena kichhui kon mohadritole
Gobhir shrabone goloa poribe jole,
Nahi jane tar ghonoghor somarohe
Kon se bhison jibon moron raje.
................................

Aj Bari Jhore Jhorojhoro - আজ বারি ঝরে ঝরঝর | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song


Rabindranath Tagore


Aj Bari Jhore Jhorojhoro - আজ বারি ঝরে ঝরঝর

 

আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে ।।
শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের ‘পরে ।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে ।।
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে–
বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে ।
অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল —
হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে ।
আজ এমন ক’রে কে মেতেছে বাহিরে ঘরে ।।

Aj Bari Jhore Jhorojhoro


Aj bari jhore jhorojhoro bhora badore,
Akash-bhanga akul dhara khothao na dhore.
Shaler bone theke theke jhor dola dei henke henke,
Jol chute jai enke benke mather pore.
Aj megher jota uriye diye nrityo ke kore.
Ore bristite mor chhutechhe mon, lutechhe ei jhore-
Buk chhapiye torongo mor kahar paye pore.
Antore aj ki kolorol, dware dware bhanglo agol- 
Hridoy-majhe jaglo pagol aji bhadore.
Aj emon kore ke metechhe bahire ghore.
..................................

Aj Asbe Shyam Gokule Fire - আজ আসবে শ্যাম গোকুলে ফিরে | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song


Rabindranath Tagore


Aj Asbe Shyam Gokule Fire - আজ আসবে শ্যাম গোকুলে ফিরে

 
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে ।
আবার বাজবে বাঁশি যমুনাতীরে ।।
আমরা কী করব । কী বেশ ধরব ।
কী মালা পরব । বাঁচব কি মরব সুখে ।
কী তারে বলব ! কথা কি রবে মুখে ।
শুধু তার মুখ-পানে চেয়ে চেয়ে
দাঁড়ায়ে ভাসব নয়ননীরে ।।
----------------------------------------------------------------------------


Aj Asbe Shyam Gokule Fire


Aj asbe shyam gokule fire.
Abar bajbe banshi jomunatire.
Amra ki korbo. Ki besh dhorbo.
Ki mala porbo. Banchbo ki morbo sukhe.
Ki tare bolbo! Kotha ki robe mukhe.
Sudhu tar mukh-pane cheye cheye
Danraye bhasbo noyonnire.
..........................................................

Ailo Shanto Sandhya - আইলো শান্ত সন্ধ্যা | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song

Rabindranath Tagore


Ailo Shanto Sandhya - আইলো শান্ত সন্ধ্যা

 

আইলো শান্ত সন্ধ্যা,
গেল অস্তাচলে শ্রান্ত তপন।।
নমো স্নেহময়ী মাতা,
নম সুপ্তিদাতা,
নমো অতন্দ্র জাগ্রত মহাশান্তি।।
-----------------------------------------------------------------------

Ailo Shanto Sandhya


Ailo shanto sandhya,
Gelo astachole Shranto topon.
Nomo snehomoyee mata,
Nomo suptidata,
Nomo atandra jagroto mohashanti.
.............................................................................

Ailo Aji Pranosokha - আইলো আজি প্রাণসখা | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore

Ailo Aji Pranosokha - আইলো আজি প্রাণসখা

 

আইলো আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল।
নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
থামাইল ধরা দিবসকোলাহল।।

Ailo Aji Pranosokha


Ailo aji pronosokha, dekho re nikhiljon.
Ason bichhailo nishithini gogontole,
Groho tara sobha gheriye danrailo.
Nirobe bongiri akashe rohilo chahiya,
Thamailo dhora diboskolahol.
..............................

Aho Ki Duhsoho Spardha - অহো কী দুঃসহ স্পর্ধা | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore
 

Aho Ki Duhsoho Spardha - অহো কী দুঃসহ স্পর্ধা

অর্জুন । অহো, কী দুঃসহ স্পর্ধা !
অর্জুনে যে করে অশ্রদ্ধা
সে কোনখানে পাবে তার আশ্রয় !
চিত্রাঙ্গদা । অর্জুন ! তুমি অর্জুন !
(বালকবেশীদের দেখে সকৌতুক অবঞ্জায়)
অর্জুন । হাহাহাহা হাহাহাহা, বালকের দল,
মা’র কোলে যাও চলে, নাই ভয়।
অহো, কী অদ্ভুত কৌতুক !

( প্রস্থান )

চিত্রাঙ্গদা । অর্জুন ! তুমি অর্জুন !
ফিরে এসো, ফিরে এসো,
ক্ষমা দিয়ে কোরো না অসম্মান,
যুদ্ধে করো আহ্‌বান !
বীর-হাতে মৃত্যুর গৌরব
করি যেন অনুভব-
অর্জুন ! তুমি অর্জুন ।।

Aho Ki Duhsoho Spardha


Arjun. Aho, ki duhsoho spardha!
Arjune je kore ashrodha
Se kon khane pabe tar ashroy!
Chitrangoda. Arjun! Tumi Arjun!
(Balokbeshider dekhe sokoutuk aboggay)
Arjun. hahahaha hahahaha, baloker dol,
Mar kole jao chole, nai bhoy.
Aho, ki adbhut koutuk!

(Prosthan)

Chitrangoda. Arjun! Tumi Arjun!
Fire eso, fire eso,
Khoma diye koro na asamman,
Juddhe koro ahowban!
Bir-hate mrityur gourob
Kori jeno anubhob-
Arjun! Tumi Arjun!
.........................

Aho Aspordha Eki - অহো আস্পর্ধা একি তোদের নরাধম | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore

Aho Aspordha Eki - অহো আস্পর্ধা একি তোদের নরাধম

 

বাল্মীকি । অহো ! আস্পর্ধা একি তোদের নরাধম !
তোদের কারেও চাহি নে আর, আর, আর না রে-
দূর দূর দূর, আমারে আর ছুঁসে নে,
এ-সব কাজ আর না, এ পাপ আর না,
আর না, আর না, ত্রাহি- সব ছাড়িনু ।
প্রথম দস্যু । দীন হীন এ অধম আমি, কিছুই জানি নে রাজা ।
এরাই তো যত বাধালে জঞ্জাল ।
এত করে বোঝাই বোঝে না-
কী করি, দেখো বিচারি ।
দ্বিতীয় দস্যু । বাঃ- এও তো বড়ো মজা, বাহবা !
যত কুয়ের গোতা ওই তো, আরে বল্‌-না রে ।
প্রথম দস্যু । দূর দূর দূর, নির্লজ্জ আর বকিস নে ।
বাল্মীকি । তফাতে সব সরে যা । এ পাপ আর না,
আর না, আর না, ত্রাহি- সব ছাড়িনু ।

Ah Kaj Ki Golmele - আঃ কাজ কী গোলমালে | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore

Ah Kaj Ki Golmele - আঃ কাজ কী গোলমালে

 
তৃতীয় দস্যু । আঃ কাজ কী গোলমালে, নাহয় রাজাই সাজালে ।
মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে ।
প্রথম দস্যু । রাম রাম ! হরি হরি ! ওরা থাকতে আমি মরি !
তেমন তেমন দেখলে বাবা, ঢুকব আড়ালে ।
সকলে । ওরে চল্ তবে শিগগিরি,
আনি পূজার সামিগগিরি ।
কথায় কথায় রাত পোহালো, এমনি কাজের ছিরি ।

Ah Kaj Ki Golmele


Tritiyo dosyu. Ah kaj ki golmele, nahoy rajai sajale.
Morbar belai morbe otai, amra sob fanktale.
Prothom dosyu. Ram Ram! Hori Hori! Ora thakte ami mori!
Temon temon dekhle baba, dhukbo arale.
Sokole. Ore chol tobe Shiggir,
Ani pujar samiggiri.

Andharer Lila Akashe - আঁধারের লীলা আকাশে আলোকলেখায় | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song




Rabindranath Tagore

Andharer Lila Akashe - আঁধারের লীলা আকাশে আলোকলেখায়

 

আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়,
ছন্দের লীলা অচলকঠিনমৃদঙ্গে ।
অরূপের লীলা অগোনা রূপের রেখায় রেখায়,
স্তব্দ অতল খেলায় তরলতরঙ্গে ।।
আপনারে পাওয়া আপনা-ত্যাগের গভীর লীলায়,
মূর্তির লীলা মূর্তিবিহীন কঠোর শিলায়,
শান্ত শিবের লীলা যে প্রলয়ভ্রূভঙ্গে ।
শৈলের লীলা নির্ঝরকলকলিত রোলে,
শুভ্রের লীলা কত-না রঙ্গে বিরঙ্গে ।
মাটির লীলা যে শস্যের বায়ুহেলিত দোলে,
আকাশের লীলা উধাও ভাষার বিহঙ্গে ।
স্বর্গের খেলা মর্তের ম্লান ধুলায় হেলায়
দুঃখেরে লয়ে আনন্দ খেলে দোলন-খেলায়,
শৌর্যের খেলা ভীরু মাধুরীর আসঙ্গে ।।

Andharer Lila Akashe


Andharer lila akashe aloklekhai-lekhai,
Chhonder lila acholkothinmridonge.
Aruper lila agona ruper rekhai rekhai,
Stabdho atole khelaitoroltoronge.
Apnare paoya apona-tayger govir lilai,
Murtir lila murtibihin kothor shilai,
Shanto Shiber lila je proloybhrubhonge.
Soiler lila nirjhorkolokolito role,
Shubhrer lila koto-na ronge bironge.
Matir lila je Shosher bayuhelito dole,
Akasher lila udhou bhashar bihonge.
Swarger khela morter mlan dhulai helai
Dukhere loye anondo khele dolon khelai,
Shourjer khela bhiru madhurir asonge.
.............................

Aji Godhuli Logone - আজি গোধূলিলগনে এই বাদলগগনে | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song  


Rabindranath Tagore


Aji Godhuli Logone
- আজি গোধূলিলগনে এই বাদলগগনে

আজি গোধূলিলগনে এই বাদলগগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি-
‘সে আসিবে’ আমার মন বলে সারাবেলা,
অকারণ পুলকে আঁখি ভাসে জ্বলে।।
অধীর পবনে তার উত্তয়ীয় দূরের পরশন দিল কি ও-
রজনীগন্ধার পরিমলে ‘সে আসিবে’ আমার মন বলে।
উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা।
বনে বনে আজি একি কানাকানি,
কিসের বারতা ওরা পেয়েছে না জানি,
কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে-
‘সে আসিবে’ আমার মন বলে।।

----------------------------------------------------------------------------------------------------

Aji Godhuli Logone

Aji godhulilogone ei badolgogone

Tar chorondhoni ami hridoye goni-

'Se asibe' amar mon bole sarabela,

Akaron puloke ankhi bhase jowle.

Adhir pobone tar uttorio durer poroshon dilo ki o-

Rojonigondhar porimole 'se asibe' amar mon bole.

Utola hoyechhe malotir lota, furalo na tahar moner kotha.

Bone bone aji eki kana kani,

Kanpon lage digongonar buker anchole-

'Se asibe' amar mon bole.

................................

Aji Ei Gondhobidhur Somirone - আজি এই গন্ধবিধুর সমীরণে | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song


                                       Rabindranath Tagore


Aji Ei Gondhobidhur Somirone - আজি এই গন্ধবিধুর সমীরণে

 

আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে ।।
আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে ।
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে-
আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে ।।
ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুখ যৌবন জাগে ।
আজি আম্রমুকুলসৌগন্ধে, নব পল্লবমর্মরছন্দে,
চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে,
আমি পুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে ।।

Aji Ei Gondhobidhur Somirone


Aji ei gondhobidhur somirone
Kar sandhane firi bone bone.
Aji khubdho nilambormajhe eki chanchal crondon baje.
Sudur digonter sokorun sangit lage mor chintai kaje-
Ami khuji kare antore mone gondhobidhur somirone.
Ogo, jani na ki nandon rage
Sukhe utsukhe joubon jage.
Aji amromukulsougondhe, nobo pollobmormorchhonde,
Chondrokironsudhasinchito ambore ashrusoros mohanonde,
Ami pulokito kar porosone gondhobidhur somirone.
................................

02/11/2020

Achho Apon Mohima Loye - আছ আপন মহিমা লয়ে | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore

Achho Apon Mohima Loye - আছ আপন মহিমা লয়ে

 

আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি,
আঁকিছ মোর মেঘের পটে তব রঙেরই ছবি।।
তাপস, তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব-
তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী।।
তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা।
নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা।
কন্ঠে মম কী কথা শোন অর্থ আমি বুঝি না কোনো-
বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী।।

Achho Apon Mohima Loye


Achho apon mohima loye mor gogone Robi,
Ankichho mor megher pote tobo rongeri chhobi.
Tapos, tumi dheyane tobo ki dekho more kemone kobo-
Tomar jote ami tomari bhaber janhabi.
Tomari sona bojhai holo, ami to tar bhela.
Nijer tumi bholabe bole amare niye khela.
Konthe momo ki kotha shono artho ami bujhi na kono-
Binate mor kandiya othe tomari bhoirobi.
................................

Achho Antare Chirodin - আছ অন্তরে চিরদিন | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore


Achho Antare Chirodin - আছ অন্তরে চিরদিন


আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি?
তবু কেন হেরি না তোমার জ্যোতি,
কেন দিশাহারা অন্ধকারে?
অকূলের কূল তুমি আমার,
তবু কেন ভেসে যাই মরণের পারাবারে?
আনন্দঘন বিভু, তুমি যার স্বামী
সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে?

Achho Akash Pane Tule - আছ আকাশ পানে তুলে | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore


Achho Akash Pane Tule - আছ আকাশ পানে তুলে

 

আছ আকাশ-পানে তুলে মাথা,
কোলে আধেকখানি মালা গাঁথা।
ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে,
তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।
কাছে থেকে রইলে দূরে,
কায়া মিলায় গানের সুরে।
হারিয়ে-যাওয়া হৃদয় তব মূর্তি ধরে নব নব-
পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা।

Achhe Dukkho Achhe Mrityu - আছে দুঃখ আছে মৃত্যু | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore

Achhe Dukkho Achhe Mrityu - আছে দুঃখ আছে মৃত্যু


আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে।
তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,
কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।
নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ-
সেই পূর্ণতার পায়ে মন স্হান মাগে।

Achenake Bhoy Ki Amar - অচেনাকে ভয় কী আমার ওরে | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore

 

Achenake Bhoy Ki Amar - অচেনাকে ভয় কী আমার ওরে


অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ।।
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ।।
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে ।
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে ।
অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে-
অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে ।।

Ache Mor Pran - আছে মোর প্রাণ | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song


Rabindranath Tagore

Ache Mor Pran - আছে মোর প্রাণ


বজ্রসেন । আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস ।।
কোটাল । খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস ।।
বজ্রসেন । এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে-
সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে ।
তোমার মরণ নাহয় আমার মরণ
যমের দিব্য কর যদি এরে হরণ-
ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না ।।

Akul Keshe Ase - আকুল কেশে আসে | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song 


Rabindranath Tagore

Akul Keshe Ase - আকুল কেশে আসে

আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে,
কে গো চিরবিরহিণী-
নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে,
বিজন ভবনে, কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে, মম প্রভাতস্বপনে ।।
শিহরি চমকি জাগি তার লাগি ।
চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে ।।

 

 

01/11/2020

Abhishap Noy Noy - অভিশাপ নয় নয় | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song 

 


Rabindranath Tagore

Abhishap Noy Noy - অভিশাপ নয় নয়

প্রকৃতি । অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়-
আনছে আমার জন্মান্তর
মরণের সিংহদ্বার ওই খুলেছে ।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা ।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায় ।
মোর অন্ধকারের ঊর্ধ্বে রাখো
তব চরণ জ্যোতির্ময় ।।