02/11/2020

Achhe Dukkho Achhe Mrityu - আছে দুঃখ আছে মৃত্যু | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song



Rabindranath Tagore

Achhe Dukkho Achhe Mrityu - আছে দুঃখ আছে মৃত্যু


আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে।
তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,
কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।
নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ-
সেই পূর্ণতার পায়ে মন স্হান মাগে।

No comments:

Post a Comment