Rabindranath Tagore
Andharer Lila Akashe - আঁধারের লীলা আকাশে আলোকলেখায়
আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়,
ছন্দের লীলা অচলকঠিনমৃদঙ্গে ।
অরূপের লীলা অগোনা রূপের রেখায় রেখায়,
স্তব্দ অতল খেলায় তরলতরঙ্গে ।।
আপনারে পাওয়া আপনা-ত্যাগের গভীর লীলায়,
মূর্তির লীলা মূর্তিবিহীন কঠোর শিলায়,
শান্ত শিবের লীলা যে প্রলয়ভ্রূভঙ্গে ।
শৈলের লীলা নির্ঝরকলকলিত রোলে,
শুভ্রের লীলা কত-না রঙ্গে বিরঙ্গে ।
মাটির লীলা যে শস্যের বায়ুহেলিত দোলে,
আকাশের লীলা উধাও ভাষার বিহঙ্গে ।
স্বর্গের খেলা মর্তের ম্লান ধুলায় হেলায়
দুঃখেরে লয়ে আনন্দ খেলে দোলন-খেলায়,
শৌর্যের খেলা ভীরু মাধুরীর আসঙ্গে ।।
Andharer Lila Akashe
Andharer lila akashe aloklekhai-lekhai,
Chhonder lila acholkothinmridonge.
Aruper lila agona ruper rekhai rekhai,
Stabdho atole khelaitoroltoronge.
Apnare paoya apona-tayger govir lilai,
Murtir lila murtibihin kothor shilai,
Shanto Shiber lila je proloybhrubhonge.
Soiler lila nirjhorkolokolito role,
Shubhrer lila koto-na ronge bironge.
Matir lila je Shosher bayuhelito dole,
Akasher lila udhou bhashar bihonge.
Swarger khela morter mlan dhulai helai
Dukhere loye anondo khele dolon khelai,
Shourjer khela bhiru madhurir asonge.
.............................
No comments:
Post a Comment