Rabindranath Tagore
Ah Kaj Ki Golmele - আঃ কাজ কী গোলমালে
তৃতীয় দস্যু । আঃ কাজ কী গোলমালে, নাহয় রাজাই সাজালে ।
মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে ।
প্রথম দস্যু । রাম রাম ! হরি হরি ! ওরা থাকতে আমি মরি !
তেমন তেমন দেখলে বাবা, ঢুকব আড়ালে ।
সকলে । ওরে চল্ তবে শিগগিরি,
আনি পূজার সামিগগিরি ।
কথায় কথায় রাত পোহালো, এমনি কাজের ছিরি ।
Ah Kaj Ki Golmele
Tritiyo dosyu. Ah kaj ki golmele, nahoy rajai sajale.
Morbar belai morbe otai, amra sob fanktale.
Prothom dosyu. Ram Ram! Hori Hori! Ora thakte ami mori!
Temon temon dekhle baba, dhukbo arale.
Sokole. Ore chol tobe Shiggir,
Ani pujar samiggiri.
No comments:
Post a Comment