Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song
Rabindranath Tagore
Aj Boroshar Rup Heri - আজ বরষার রূপ হেরি মানবের
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে-
চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে।।
হূদয়ে তাহার নাচিয়ে উঠিছে ভীমা,
ধাইতে ধাইতে লোপ ক’রে চলে সীমা,
কোন্ তাড়নায় মেঘের সহিত মেঘে
বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে।।
পূন্জে পূন্জে দূরে সুদূরের পানে
দলে দলে চলে, কেন চলে নাহি জানে।
জানে না কিছুই কোন্ মহাদ্রিতলে
গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে,
নাহি জানে তার ঘনঘোর সমারোহে
কোন্ সে ভীষণ জীবণ মরণ রাজে।।
No comments:
Post a Comment