31/10/2020

Andhar Ambare Prochondo - আঁধার অম্বরে প্রচন্ড | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song 

 


Rabindranath Tagore

Andhar Ambare Prochondo - আঁধার অম্বরে প্রচন্ড

আঁধার অম্বরে প্রচন্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে।
অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।
নদীর কল্লোল, বনের মর্মর, বাদল-উচ্ছল নির্ঝর-ঝর্ঝর,
ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে- শ্রানণসন্ন্যাসী রচিল রাগিণী।।
কদম্বকুন্জের সুগন্ধমদিরা অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা।
তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া, ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া-
নাচিছে যেন কোন্‌ প্রমত্ত দানব মেঘের দুর্গের দুয়ার হানিয়া।।

No comments:

Post a Comment