Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song
Rabindranath Tagore
Akash Hote Akash Pothe - আকাশ হতে আকাশ পথে
আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
ঝরছে জগৎ ঝরনাধারার মতো।
আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।।
দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে,
সেই গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত।
আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত।
ওই নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে
নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে।
চিরদিনের কান্নাহাসি উঠছে ভেসে রাশি রাশি-
এ-সব দেখতেছে কোন্ নিদ্রাহারা নয়ন অবনত।
ওগো, সেই নয়নে নয়ন আমার হোক না নিমেষহত-
ওই আকাশ-ভরা দেখার সাথে দেখব অবিরত।।
Akash Hote Akash Pothe
Akash hote akash-pothe hajar srote
Jhorchhe jagot jhorna dharar moto.
Amar shorir moner adhir dhara sarhe sathe bochhe abiroto.
Dui probaher ghate ghate uthtechhe gan dine rate,
Sei gane gane amar prane dheu legechhe koto.
Amar hridoytote churno se gan chorai shoto shoto.
Oi nrityo-pagol byakulata biswaporane
nityo amai jagiye rakhe, shanti na mane.
chirodiner kannahasi bhese rashi rashi-
A-sob dekhtechhe kon nidrahara noyon abonoto.
Ogo, sei noyone noyon amar hok na nimeshhoto-
Oi akash-bhara dekhar sathe dekhbo abiroto.
.............................................
No comments:
Post a Comment