31/10/2020

Akashe Aj Kon Choroner - আকাশে আজ কোন্‌ চরণের | Bengali & English Language | Rabindranath Tagore | Rabindra Sangeet | Tagore Song

Lyricsworld37 is a searchable lyrics database featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song 

 


Rabindranath Tagore

Akashe Aj Kon Choroner - আকাশে আজ কোন্‌ চরণের

আকাশে আজ কোন্‌ চরণের আসা-যাওয়া ।
বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া ।।
অনেক দিনের বিদায়বেলায় ব্যাকুল বাণী
আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি-
বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া ।।
কোন্‌ ফাগুনে যে ফুল ফোটা হল সারা
মউমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা ।
বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্‌ দুপুরে
যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে
ব্যথায় ভ’রে ফিরে আসে সে গান গাওয়া ।।

No comments:

Post a Comment