12/05/2024

আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে | Aamar dhala ganer dhara sei to tumi piyechhile - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩২

আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে,

আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে

মনে যবে মোর দূরে দূরে

ফিরেছিল আকাশ ঘুরে

তখন আমার ব্যথার সুরে

আভাস দিয়ে গিয়েছিলে

যবে         বিদায় নিয়ে যাব চলে

মিলন-পালা সাঙ্গ হলে

শরৎ-আলোয় বাদল-মেঘে

এই কথাটি রইবে লেগে-

এই শ্যামলে এই নীলিমায়

আমায় দেখা দিয়েছিলে

......................................................................................
Song Credits:    Dola Banerjee

No comments:

Post a Comment