12/05/2024

প্রভু তোমার বীণা যেমনি বাজে | Prabhu tomar bina jemni baje - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩৫

প্রভু,        তোমার বীণা যেমনি বাজে

আঁধার-মাঝে

অমনি ফোটে তারা

যেন        সেই বিণাটি গভীর তানে

আমার   প্রাণে

বাজে তেমনিধারা

তখন      নতুন সৃষ্টি প্রকাশ হবে

কী   গৌরবে

হৃদয়-অন্ধকারে

তখন      স্তরে স্তরে আলোকরাশি

উঠবে  ভাসি

চিত্তগগনপারে

তখন      তোমারি  সৌন্দর্যছবি,

ওগো কবি,

আমায়  পড়বে  আঁকা-

তখন      বিস্ময়ের রবে না সীমা,

ওই মহিমা

আর যাবে না ঢাকা

তখন      তোমারই প্রসন্ন হাসি

পড়বে আসি

নবজীবন-ʼ  পরে

তখন      আনন্দ-অমৃতে তব

ধন্য হব

চিরদিনের তরে

...................................................
Song Credits:    Mahua Dutta

No comments:

Post a Comment