পূজা
৩৭
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু,
হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥
সারা পথের ক্লান্তি আমার সারা দিনের
তৃষা
কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা-
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো॥
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে
নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার
হাতে-
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয়॥
................................................................................
Song Credits: Srabani Sen
Label: Ganghar
No comments:
Post a Comment