12/05/2024

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে | Kobe aami bahir holem tomari gan geye - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা 

৩৩

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে-

সে তো      আজকে নয় সে আজকে নয়

ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে-

সে তো      আজকে নয় সে আজকে নয়

ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,

   তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে-

সে তো       আজকে নয় সে আজকে নয়

কতই নামে ডেকেছি যে,          কতই ছবি এঁকেছি যে,

   কোন্ আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে-

সে তো       আজকে নয় সে আজকে নয়

পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি

   তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে-

সে তো       আজকে নয় সে আজকে নয়

..........................................................................
Song Credits:    Mahuya Banerjee

No comments:

Post a Comment