পূজা
৩৮
তোমার
সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম
আমার রমণীয়-
জাগরণের
সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো॥
অন্তরে
তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা,
আমার
রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয়॥
তারি
লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙ্গা অরুণরাগে,
তারি
লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে।
নিরব
তোমার চরণধ্বনি শুনায়
তারে আগমনী,
সন্ধ্যাবেলার
কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো॥
.............................................................................................
Song Credits: Jayati Chakraborty
No comments:
Post a Comment