পূজা
৩৪
তোমায় আমায় মিলন হবে বʼলে আলোয় আকাশ ভরা।
তোমায় আমায় মিলন হবে বʼলে ফুল্ল শ্যামল ধরা॥
তোমায় আমায় মিলন হবে বʼলে
রাত্রি জাগে জগৎ লয়ে কোলে,
উষা এসে পূর্বদুয়ার খোলে কলকণ্ঠস্বরা॥
চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদিস্রোত বেয়ে।
কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে।
তোমায় আমায় মিলন হবে বʼলে
যুগে যুগে বিশ্বভুবনতলে
পরান
আমার বধূর বেশে চলে
চিরস্বয়ম্বরা॥
Song Credits: Satyam Debnath
No comments:
Post a Comment