পূজা
৩১
কন্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-
একলা ঘাটে রইব না গো পড়ি॥
আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাবো গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি॥
পার হব কি নাই হব তার খবর কে রাখে-
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।
ওগো তোমরা মিছে ভাবʼ,
আমি যাবই যাবই যাব-
ভাঙল দুয়ার,
কাটলো দড়াদড়ি॥
Song Credits: Susmita Patra
No comments:
Post a Comment