পূজা
৩০
গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে।
দাও আমারে সোনার-বরণ সুরের ধারা ঢেলে॥
যে সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে,
কান্নাসাগর-পানে যে যার বুকের পাথর ঠেলে॥
যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে,
রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে।
যে সুর চাঁপার পেয়ালা ভʼরে দেয় আপনায় উজাড় কʼরে,
যায় চলে
যায় চৈত্র দিনের মধুর
খেলা খেলে॥
Song Credits : Srabani Roy
No comments:
Post a Comment