26/05/2024

দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল | Dukkher barashai choksher jal jei namlo - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৪৮

 

দুঃখের বরষায়         চক্ষের জল যেই                 নামল

বক্ষের দরজায়        বন্ধুর রথ সেই থামল॥

মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ – বেদনায় ;

অর্পিনু হাতে তার,     খেদ নাই আর মোর        খেদ নাই॥

বহুদিনবঞ্চিত       অন্তরে সঞ্চিত            কী আশা,

চক্ষের নিমেষেই          মিটল সে পরশের                তিয়াষা

এত দিনে জানালেম       যে কাঁদুন কাঁদলেম         সে কাহার জন্য।

ধন্য এ জাগরণ,         ধন্য  এ  ক্রন্দন,  ধন্য  রে   ধন্য॥

............................................................................................................

Song Credits:    Swapan Gupta

এবার আমায় ডাকলে দূরে | Ebar aamai dakle dure - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা 

৪৭

 

এবার আমায় ডাকলে দূরে

সাগর-পারের গোপন পুরে॥

বোঝা আমার নামিয়েছি যে,      সঙ্গে আমায় নাও গো নিজে,

স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণাতুরে॥

    আমার সন্ধ্যাফুলের মধু

এবার  যে  ভোগ করবে বঁধু।

   তারার আলোর প্রদীপ খানি    প্রাণে আমার জ্বালবে আনি,

         আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে॥

....................................................................................................
Song Credits:    Shraboni Sen

ধীরে বন্ধু, ধীরে ধীরে | Dhire Bandhu, Daire Dhire - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৪৬

ধীরে বন্ধু, ধীরে ধীরে

চলো তোমার বিজন মন্দিরে॥

জানি নে পথ, নাই যে আলো,     ভিতর বাহির কালোয় কালো,

তোমার চরণশব্দ বরণ করেছি

আজ এই          অরণ্যগভীরে॥

ধীরে বন্ধু, ধীরে ধীরে

চলো অন্ধকারের তীরে তীরে।

   চলব আমি নিশিথরাতে          তোমার হওয়ার ইশারাতে,

তোমার             বসনগন্ধ বরণ করেছি

    আজ এই      বসন্তসমীরে॥

..........................................................................................
Song Credits:    Satyam Debnath

তোমায় নতুন করে পাবো বʼলে হারাই ক্ষণে-ক্ষণ | Tomai Natun kore pabo bole harai kshone kshon - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা 

৪৫

 

তোমায়            নতুন করে পাবো বʼলে হারাই ক্ষণে-ক্ষণ

ও  মোর            ভালোবাসার ধন।

দেখা দেবে বʼলে তুমি হও যে অদর্শন

ও  মোর            ভালোবাসার ধন॥

ওগো,               তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের-

ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগণ

ও  মোর            ভালোবাসার ধন॥

আমি                তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন-

প্রেমে আমার ঢেউ লাগে তখন।

তোমার             শেষ নাহি, তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে-

ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন

ও  মোর            ভালোবাসার ধন॥

..........................................................................................................

বল তো এইবারের মতো | Balo to eibarer moto - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৪৪

 

বল তো এইবারের মতো

প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত॥

কিছু-বা ফল গেছে ঝরে,            কিছু-বা ফল আছে ধরে,

বছর হয়ে এল গত-

রোদের দিনে ছায়ায় বসে           বাজায় বাঁশি রাখাল যত॥

হুকুম তুমি কর যদি

চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই-              ওই-যে মেতে ওঠে নদী।

পার কʼরে নিই ভরা তরী,          মাঠের যা কাজ সারা করি,

ঘরের কাজে হই গো রত-

এবার আমার মাথার বোঝা        পায়ে তোমার করি নত॥

.................................................................................................................

Song Credits:    Anita Pal

কার হাতে এই মালা তোমার পাঠালে | Kar hate ei mala tomar pathale - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৪৩

 

কার হাতে এই মালা তোমার পাঠালে

আজ ফাগুন-দিনের সকালে॥

তার বর্ণে তোমার নামের রেখা               গন্ধে তোমার ছন্দ লেখা,

সেই মালাটি বেঁধেছি মোর কপালে

আজ                ফাগুন-দিনের সকালে॥

গানটি তোমার চলে এল আকাশে

আজ                ফাগুন-দিনের বাতাসে।

ওগো, আমার নামটি তোমার সুরে কেমন করে দিল জুড়ে

লুকিয়ে তুমি ওই গানেরই আড়ালে

আজ                ফাগুন-দিনের সকালে॥

..............................................................................................................
Song Credits:    Bratati Bhattacharjya

এত আলো জ্বালিয়েছ এই গগনে | Eto aalo jwaliyechho ei gagane - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৪২

 

এত আলো জ্বালিয়েছ এই গগনে

কী উৎসবের লগনে॥

সব আলোটি কেমন কʼরে         ফেল আমার মুখের ʼপরে,

তুমি     আপনি থাকো আলোর পিছনে॥

প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে

কী উৎসবের লগনে

সব আলো তার কেমন কʼরে পড়ে তোমার মুখের ʼপরে,

আমি    আপনি পড়ি আলোর পিছনে॥

........................................................................................
Song Credits:    Nibedita Mandal

মালা হতে খসে-পড়া ফুলের একটি দল | Mala hote khose porha fuler ekti dol - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৪১

 

মালা হতে খসে-পড়া ফুলের একটি দল

মাথায় আমার ধরতে দাও,         ওগো,               ধরতে দাও।

ওই মাধুরীসরোবরের নাই যে কোথাও তল,

হেথায় আমায় ডুবতে দাও,        ওগো,               মরতে দাও॥

দাও গো মুছে আমার ভালে অপমানের লিখা;

নিভৃতে আজ, বন্ধু, তোমার আপন হাতের টিকা

ললাটে মোর পরতে দাও,           ওগো,               পরতে দাও॥

বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে,

শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও।

পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনে

দাও গো তাদের সরতে দাও,      ওগো,               সরতে দাও।

তোমার মহাভাণ্ডারেতে আছে অনেক ধন-

কুড়িয়ে বেড়ায় মুঠা ভʼরে, ভরে না তাই মন,

অন্তরেতে জীবন আমার ভরতে দাও॥

...................................................................................
Song Credits:    Geetashree Basu

13/05/2024

মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি | Mor probhater ei protham khoner kusumkhani - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৪০

                    মোর                 প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি

                    তুমি                 জাগাও তারে ওই নয়নের আলোক হানি॥

                    সে যে               দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,

                    রাতের             অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে-

                    ওগো                তখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী।

                    আমার             বিণাখানি পড়ছে আজি সবার চোখে,

                    হেরো                তারগুলি তার দেখছে  গুনে সকল লোকে।

                    ওগো                কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে,

                    শুধু                  সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে-

                    যখন                 তুমি তারে বুকের ʼপরে লবে টানি॥

.                                ......................................................................................
Song Credits:    Aditi Saha
Label:                Dijital Audio

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে | Mor hridayer gopon bijan ghore - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩৯

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

একেলা রয়েছ নীরব শয়ন-ʼ পরে-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥

রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি

আর কতকাল এমনে কাটিবে স্বামী-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥

রজনীর তারা উঠেছে গগন ছেয়ে,

আছে সবে মোর বাতায়ন-পানে চেয়ে-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥

জীবনে আমার সংগীত দাও আনি,

নিরব রেখো না তোমার বীণার বাণী-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥

মিলাব নয়ন তব নয়নের সাথে,

মিলাব এ হাত তব দক্ষিণহাতে-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥

হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে,

তিমির কাঁপিবে গভীর আলোর রবে-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

                     ..............................................................................
Song Credits:    Susmita Patra

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয় | Tomar sur sunaye je ghum bhangao se ghum aamar romoniyo - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩৮

তোমার             সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়-

জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো॥

অন্তরে তার গভীর ক্ষুধা,            গোপনে চায় আলোকসুধা,

আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয়॥

তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙ্গা অরুণরাগে,

তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে।

নিরব তোমার চরণধ্বনি                        শুনায় তারে আগমনী,

সন্ধ্যাবেলার কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো॥

.............................................................................................

Song Credits:    Jayati Chakraborty

শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় | Sudhu tomar bani noi go he bondhu he priyo - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩৭

                শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,

                মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥

                সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা

                কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা-

                এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো॥

                হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,

                বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।

                হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-

                ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,

                একলা পথের চলা আমার করব রমণীয়॥

                ................................................................................

Song Credits:    Srabani Sen

Label:                Ganghar

তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে | Tumi ekla ghore bose bose ki sur bajale - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩৬

তুমি     একলা ঘরে বসে বসে কী সুর বাজালে

প্রভু,       আমার জীবনে!

তোমার        পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালে

প্রভু,       গভীর গোপনে॥

দিনের আলোর আড়াল টানি      কোথায় ছিলে নাহি জানি,

     অস্তরবির তোরণ হতে চরণ বাড়ালে

আমার রাতের স্বপনে॥

আমার       হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনী,

সে জে তোমার বাঁশির।

আমি        শুনি তোমার আকাশপারের তারার রাগিণী,

আমার সকল পাশরি।

কানে আসে আশার বাণী-   খোলা পাব দুয়ারখানি

   রাতের শেষে শিশির-ধোওয়া প্রথম সকালে

তোমার       করুণ কিরণে॥

.................................................................................
Song Credits:    Susmita Patra

12/05/2024

প্রভু তোমার বীণা যেমনি বাজে | Prabhu tomar bina jemni baje - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩৫

প্রভু,        তোমার বীণা যেমনি বাজে

আঁধার-মাঝে

অমনি ফোটে তারা

যেন        সেই বিণাটি গভীর তানে

আমার   প্রাণে

বাজে তেমনিধারা

তখন      নতুন সৃষ্টি প্রকাশ হবে

কী   গৌরবে

হৃদয়-অন্ধকারে

তখন      স্তরে স্তরে আলোকরাশি

উঠবে  ভাসি

চিত্তগগনপারে

তখন      তোমারি  সৌন্দর্যছবি,

ওগো কবি,

আমায়  পড়বে  আঁকা-

তখন      বিস্ময়ের রবে না সীমা,

ওই মহিমা

আর যাবে না ঢাকা

তখন      তোমারই প্রসন্ন হাসি

পড়বে আসি

নবজীবন-ʼ  পরে

তখন      আনন্দ-অমৃতে তব

ধন্য হব

চিরদিনের তরে

...................................................
Song Credits:    Mahua Dutta

তোমায় আমায় মিলন হবে বʼলে আলোয় আকাশ ভরা | Tomai aamai milan hobe bole aaloi aakash bhara - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩৪

তোমায় আমায় মিলন হবে ʼলে আলোয় আকাশ ভরা

তোমায় আমায় মিলন হবে ʼলে ফুল্ল শ্যামল ধরা

তোমায় আমায় মিলন হবে ʼলে

রাত্রি জাগে জগৎ লয়ে কোলে,

উষা এসে পূর্বদুয়ার খোলে কলকণ্ঠস্বরা

চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদিস্রোত বেয়ে

কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে

তোমায় আমায় মিলন হবে ʼলে

যুগে যুগে বিশ্বভুবনতলে

পরান আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা

.................................................................
Song Credits:    Satyam Debnath

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে | Kobe aami bahir holem tomari gan geye - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা 

৩৩

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে-

সে তো      আজকে নয় সে আজকে নয়

ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে-

সে তো      আজকে নয় সে আজকে নয়

ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,

   তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে-

সে তো       আজকে নয় সে আজকে নয়

কতই নামে ডেকেছি যে,          কতই ছবি এঁকেছি যে,

   কোন্ আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে-

সে তো       আজকে নয় সে আজকে নয়

পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি

   তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে-

সে তো       আজকে নয় সে আজকে নয়

..........................................................................
Song Credits:    Mahuya Banerjee

আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে | Aamar dhala ganer dhara sei to tumi piyechhile - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩২

আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে,

আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে

মনে যবে মোর দূরে দূরে

ফিরেছিল আকাশ ঘুরে

তখন আমার ব্যথার সুরে

আভাস দিয়ে গিয়েছিলে

যবে         বিদায় নিয়ে যাব চলে

মিলন-পালা সাঙ্গ হলে

শরৎ-আলোয় বাদল-মেঘে

এই কথাটি রইবে লেগে-

এই শ্যামলে এই নীলিমায়

আমায় দেখা দিয়েছিলে

......................................................................................
Song Credits:    Dola Banerjee

কন্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি | Konthe nilem gan, Aamar sesh paranir korhi - Rabindra Sangeet - Bengali & English Language | পূজা গান | পূজা Puja –Tagore Song Download MP3

Lyricsworld37 is a searchable lyrics database and biography, featuring 1000000+ song lyrics from 20000 artists. Use Lyricsworld37 to find your favorite song & biography

পূজা

৩১

কন্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-

একলা ঘাটে রইব না গো পড়ি

   আমার           সুরের রসিক নেয়ে

   তারে              ভোলাবো গান গেয়ে,

পারের খেয়ায় সেই ভরসায় চড়ি

পার হব কি নাই হব তার খবর কে রাখে-

দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে

   ওগো              তোমরা মিছে ভাবʼ,

   আমি              যাবই যাবই যাব-

  ভাঙল দুয়ার, কাটলো দড়াদড়ি

................................................................................
Song Credits:    Susmita Patra