পূজা
১২
আমার বেলা যে যায় সাঁঝ - বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে।।
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে।।
এ তার বাঁধা কাছের সুরে,
ওই বাঁসি যে বাজে দূরে।
গানের লিলায় সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিনীর জাল ফেলাতে -
তোমার সুরে সুরে
সুর মেলাতে?।
.......................................................................
Song Credits: Indrani Sen
Lable : Atlantis Music
No comments:
Post a Comment