পূজা
৭
তোমার বীনা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে।।
আকাশ যবে শিহরি উঠে গান
গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে -
তাহার মাঝে সাহসা মাতে বিষম কোলাহলে
আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে ।।
হে বীণাপাণি, তোমার সভাতলে
আকুল হিয়া উন্মাদিয়া বেসুরু হয়ে বাজে ।।
চলিতেছিনু তব কমলবনে,
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে ।।
তোমার সুর ফাগুন রাতে জাগে,
তোমার সুর অশোকশাখে অরুনরেনুরাগে।।
সে সুর বাহি চলিতে চাহি আপন - ভোলা মনে গুঞ্জরিত - তড়িত - পাখা মধুকরের সনে।
কুহেলী কেন জাড়ায় আবরণে -
আঁধারে
আলো আবিল করে, আঁখি
যে মরে লাজে।।
...........................................................................................
Song Credit: Sreeradha Bandyopadhyay

No comments:
Post a Comment