পূজা
২৭
খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী
দিনে দিনে ভাষায় দিনের তরীখানি॥
স্রোতের লীলায় ভেসে ভেসে সুদূরে কোন্ অচিন দেশে
কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি।।
নাহয় ডুবে গেলই, না হয় গেলোই বা।
নাহয় তুলে লাও গো, নাহয় ফেলোই বা।
হে অজানা, মরি মরি, উদ্দেশ্যে এই খেলা করি,
এই
খেলাতেই আপন-মনে ধন্য
মানি॥
Song Credits: Mahua Dutta
No comments:
Post a Comment