কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে,
সাগর-মাঝে ভাসিয়ে দিলেন পালটি তুলে।।
যেখানে ওই কোকিল ডাকে ছায়াতলে
সেখানে নয়,
যেখানে ওই গ্রামের বধু আছে জলে
সেখানে নয়,
যেখানে নীল মরণলীলা উটছে দুলে
সেখানে মোর গানের তরী দিলেমু খুলে।।
এবার, বিনা, তোমায় আমায় আমরা একা-
অন্ধকারে নাইবা কারে গেল দেখা
কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে
সে ফুল এ নয়,
বাতায়নের লতা হতে যে ফুল দোলে
সে ফুল এ নয় -
দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলে
সেদিকে
মোর গানের তরী দিলেম খুলে।।
......................................................................
Song Credits: Riddhi Bandyopadhyay

No comments:
Post a Comment