পূজা
২
সুরের গুরু দাও গো সুরের দীক্ষা-
মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা।।
মন্দাকিনীর ধারা, উসার শুকতারা,
কনকচাঁপা কানে কানে যে সুর পেল শিক্ষা।।
তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত
যাব যেথায় বেসুর বাজে নিত্য।
কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে,
নিয়ো তুমি
আমার বীণার সেইখানেই পরীক্ষা।।
Song Credits: Banashree Chakraborty
No comments:
Post a Comment