পূজা
২৪
গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।
ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে।।
ঐ যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি,
অরুন-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,
মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে।।
আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,
জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে,
অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।
দাঁড়িয়ো
আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে।।
Song Credits: Parijat Lohani
Bengal Jukebox
No comments:
Post a Comment