পূজা
১৩
জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছো দাঁড়ায়ে।।
মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কি আশায় নিবিড় পলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে।।
নিরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার - কেসভার দিয়েছে বিছায়ে।
আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া
তোমার বিনা হতে আসিল নাবিয়া!
ভুবন মিলে যায় সুরের রণনে,
গানের বেদনায় যায়
যে হারায়ে।।
............................................................................
Song Credits: Jayati Chakraborty
No comments:
Post a Comment