পূজা
১০
গানে গানে তব বন্ধন যাক টুটে
রুদ্ধবানীর অন্ধকারে কাঁদন জেগে উঠে।।
বিশ্বকবির চিত্ত মাঝে ভুবনবিণা যেথায় বাজে
জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে।।
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে,
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে।
সুরহারা প্রাণ বিষম বাধা- সেই তো আঁধি, সেই তো ধাঁধা-
গান-
ভোলা তুই গান ফিরে
নে, যাক সে আপদ
ছুটে।।
............................................................................................
Song Credits: Indrani Sen
Lable : Bhabna Records
No comments:
Post a Comment