পূজা
২৩
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান,
দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান।।
আমি তোমার ভুবন-মাঝে লাগি নি, নাথ, কোনো কাজে-
শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ।।
নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন,
তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন।
ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে
আমি
যেন না রই দূরে,
এই
দিয়ো মোর মান।।
Song Credits: Bratati Bandyopadhyay
No comments:
Post a Comment